হাটহাজারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন খোরশেদ আলম শিমুল

54

চট্টগ্রামের হাটহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হয়েছেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমুল। গতকাল বুধবার(১২ মার্চ) বিকেলে হাটহাজারী প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। এসময় ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমুলকে দায়িত্ব বুঝিয়ে দেন।

Advertisement
spot_img

হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি হাটহাজারী প্রতিদিধি কেশব কুমার বড়ুয়া বলেন, হাটহাজারী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলী’ পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে যাওয়ায় হাটহাজারী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রপ্রাপ্ত) হিসেবে কার্যকরী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমুল দায়িত্ব পালন করবেন।
এসময় প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলী, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, অর্থ সম্পাদক আজিজুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাজিম, সদস্য যথাক্রমে মো. পারভেজ, মো. কুতুব উদ্দিন ও গিয়াস উদ্দিন।

এর আগে ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যরা উপস্থিত ইফতার করেন। ইফতার পরবর্তী সময়ে নতুন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম শিমুল বলেন, প্রেস ক্লাবের সকল সদস্যরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন। সত্য প্রকাশে কিছু হাঁটবেন না। ক্লাবের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। #

Advertisement
spot_img