মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেত্রী নাদিয়া নুসরাতের জামিন মঞ্জুর

250

মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেত্রী নাদিয়া নুসরাতের জামিন মঞ্জুর করা হয়েছে।

Advertisement
spot_img

বিজ্ঞ আদালত নাদিয়া নুসরাতে তার উপস্থিতিতে জামিন শুনানি হয়।আদালত জামিন মঞ্জুর করেন।

গত ১৪ জুন তারুণ্যের সমাবেশ শেষে রাতে নিজ বাসায় ফেরার পথে মিরসরাইয়ে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঘরে আটকিয়ে নির্যাতর ও শারীরিক হেনস্তা করে জোরারগঞ্জ থানার মামলা নং ৩(১২)২২, জি আর নং ২০৭/২২ ধারা :- ১৪৩/৩০৭/৩২৫ সহ বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তদসহ বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারা মামলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়।
এ ঘটনার পর সারা দেশে নাদিযর মুক্তির দাবীতে সভা সমাবেশ মিছিল অনুষ্টিত হয়।
বিস্তারিত আসছে…….

Advertisement
spot_img