মেসিকে ছাড়া আর্জেন্টিনার জয়

68

 বিশ্বজয়ের পর প্রথমবারের মতো দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমেছে আর্জেন্টিনা। দলে ছিলেন না ডি মারিয়া কিংবা ওতামেন্ডির মতো তারকা ফুটবলাররাও। বেঞ্চের পরীক্ষা ও নতুনদের সুযোগ দেওয়ার মোক্ষম মঞ্চ হিসেবে র‌্যাংকিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে এক অভিষিক্ত ও তিন পরিবর্তন নিয়ে দল সাজান স্ক্যালোনি।

যদিও শুরুতে তেমন স্বাভাবিক ফুটবল উপহার দিতে পারেনি আর্জেন্টিনা। তবে সময় যত গড়িয়েছে তত ধার বেড়েছে আক্রমণের। প্রথমে ডেডলক ভাঙেন পারেদেস। বুলেট গতির শটে আকাশী-সাদা সমর্থকদের স্বস্তি এনে দেন। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান ক্রিশ্চিয়ান রোমেরো। র‌্যাংকিংয়ে ১৪৯ ধাপ পিছিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে এশিয়া সফর শেষ করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Advertisement
spot_img
Advertisement
spot_img