বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন অবশ্যই হবে, কিন্তু সেটা হবে নির্দলীয় সরকারের অধীনে। আওয়ামী লীগের কাটাছেড়া করা সংবিধান অনুযায়ী কোন নির্বাচন হবে না। বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দফা এক, প্রধানমন্ত্রীর পদত্যাগ। ভিসা নীতি নিয়ে সরকারের অগোছালো বক্তব্যে প্রমাণ হয়েছে তারা ভীত। তাই আদায়ে রাজপথে ফয়সালার হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল।
গনতন্ত্র পূনরুদ্ধার ও জনগনের ভোটাধিকার আন্দোলনে তরুনদের সম্পৃক্ত করতে বগুড়ায় তারুন্যের সমাবেশ করছে বিএনপি। সকাল থেকে বগুড়া সেন্ট্রাল স্কুলে পরীক্ষা থাকায় তারুন্যের সমাবেশ দুপুর আড়াইটায় শুরু হয়। এতে রাজশাহী ও রংপুর বিভাগের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ তরুনরা অংশ নেয়। আয়োজকদের আশা- স্মরনকালের সব’চে বড় সমাবেশ হবে বগুড়ায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে তরুনদের সম্পৃক্ত করতে বিভাগীয় শহরগুলোর পাশাপাশি বগুড়ায় সামবেশ করলো বিএনপি।