রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর প্রথম ক্লাব অ্যাসম্বলী

73

রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর ২০২৩-২০২৪ রোটাবর্ষের অদ্য সন্ধ্যায় কাজী দেউড়ী কিচেন রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রোটারিয়ান তাজউদ্দিন এর সভাপতিত্বে ও নব নির্বাচিত রোটারিয়ান জামিল হানিফ সঞ্চালনায় অ্যাসম্বলী অনুষ্ঠানে ক্লাবের ২০২৩-২৪ রোটাবর্ষের মনোনীত এ্যাসিটেন্ট গর্ভণর রোটারিয়ান প্রফেসর ড. ছৈয়দা খোরশেদা বেগম, পি.এইচ.এফ। এতে আরো উপস্থিত ছিলেন জোনাল কোডিনেটর জামাল উদ্দিন, এ্যাসিটেন্ট গর্ভণর শেখ জামাল আহমদ, প্রাক্তন সভাপতি জাহাঙ্গীর আলম জীম, ডেপুটি গর্ভণর ইলেক্ট মোঃ আবদুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল আহ্াদ, সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন সুলতানা, মেজবাহ উদ্দিন, মামুন ঘোষ, ডাঃ আমজাদ, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল টাউন সভাপতি হাসান আলী প্রমুখ। নেতৃবৃন্দ মানবতার সেবায় রোটারীর অবদান ও ক্লাবের নতুন কমিটি সদস্যদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন।

Advertisement
spot_img
Advertisement
spot_img