সাংবাদিক নাদিম হত্যায় গ্রেপ্তার চেয়ারম্যান বাবু বরখাস্ত

62

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

Advertisement
spot_img

এতে বলা হয়, বাবুকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না- এ বিষয়ে কারণ দর্শানোর নোটিস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নোটিস পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে।

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পর গত শুক্রবার তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে তিনি পরপর দুবার নৌকার মনোনয়ন নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

গত শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাবুসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।

সংবাদ প্রকাশের জেরে’ নাদিম হত্যাকাণ্ডের পর থেকে আলোচনায় ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। এ চেয়ারম্যানই এ খুনের হোতা বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন বাবু।

Advertisement
spot_img