এই ৮ মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে: দীঘি

66

নিজেকে নতুনভাবে আবিস্কার করেছেন শিশুকালে তারকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি। গত দুই আড়াই বছরে অনেক কটু মন্তব্য মুখ বুজে সহ্য করতে হয়েছে তাকে, শুধুমাত্র তার ওজন নিয়ে! মনে মনে পণ করেছিলেন, নতুনভাবে হাজির হবেন। অবশেষে তাই করে দেখালেন দীঘি।

Advertisement
spot_img

এবার সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। নাম ‘মার্ডার নাইনটিজ’।পরিচালনায় আবু হায়াত মাহমুদ।

আট মাস আগের এবং সম্প্রতি দুটি ছবি দিয়ে নতুনভাবে নিজেকে তৈরি করা প্রসঙ্গে দীঘি লেখেন, ‘এই যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়। গত আট মাসে ওজন ৬১ থেকে ৫২ কেজিতে নিয়ে এসেছি।’

দীঘি বলেন, ‘এই আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয় ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিংসহ অনেক কিছু। এখন সেই আমি একই ব্যক্তি।’

এই ওয়েব সিনেমায় দীঘির বিপরীতে অভিনয় করেছেন খাইরুল বাশার। দীঘি বলেন, ওয়েব সিনেমায় ‘মার্ডার নাইনটিজ’ ছবির গল্প অসাধারণ। এতে অভিনয় করেছি গৃহবধূর চরিত্রে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায় আরেকজন। ঘটে নানা ঘটনা। আসছে ঈদে এটি প্রচার হবে আরটিভিতে।

Advertisement
spot_img