হাসপাতালে দেখা হলো খালেদা জিয়া ও মোশাররফের

84

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পাঁচ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওয়া হন খালেদা জিয়া। এদিকে আজই অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ।

Advertisement
spot_img

দলীয় প্রধান হাসপাতাল থেকে বাসায় যাচ্ছেন শুনে হুইল চেয়ারে করে বিদায় জানাতে আসেন মোশাররফ। ওই সময় দুজনের সাক্ষাৎ হয় হাসপাতালের লবিতে।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে সালাম দেন মোশাররফ। সালামের জবাব দিয়ে খালেদা জিয়াও দলের স্থায়ী কমিটির এই সদস্যের শারীরিক অবস্থার খোঁজ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন শুনে হুইল চেয়ারে করে দেখা করতে আসেন মোশাররফ স্যার। ওই সময় ম্যাডাম এবং ওনার মধ্যে সালাম বিনিময় হয়। শারীরিক অবস্থার খোঁজ নেন উভয়ে।

স্ট্রোক করে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ। আর গত ১২ জুন মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

Advertisement
spot_img