১৭ জুন শনিবার বিকেল ৪ ঘটিকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) চট্টগ্রাম অঞ্চল এর সাংগঠনিক আলোচনা সভা অক্সিজেন স্কুল এন্ড কলেজ এ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি বিশিষ্ট সংগঠক কবি মুহাম্মদ সাজিদ ইকবাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু’র পরিচালনায় সাংগঠনিক আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম অঞ্চল এর সহ সভাপতি সর্বজনাব মুহাম্মদ জাকারিয়া সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ প্রমুখ।
সাংগঠনিক আলোচনা সভায় আলোচনা পর্যালোচনা করে ২০২২ সালের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা প্রদানের তারিখ নির্ধারন। বৃত্তি প্রাপ্তদের ক্রেষ্ট, প্রাইজবন্ট, সংবর্ধনা স্মারক, সনদপত্র সহ বিভিন্ন বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় সম্পতি কেন্দ্রীয় কমিটি সংগঠনের লোগোসহ অন্যান্য সরকারি নিবন্ধনের গৌরব অর্জন করায় কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর লোগো সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন দাবীদার একটি অংশ তাদের লোগো পরিবর্তন করেছেন। ঐ সংগঠনকে শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আগামী দিনে সংগঠনের নাম ব্যবহারেও সঠিক সিদ্ধান্ত গ্রহন করবে আশা রাখি।