অল্প বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,জনদূর্ভোগ

320

চট্টগ্রামের আকাশ শনিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন। দুপুর ১২টার দিকে নগরের কোথাও ভারী আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। এতে করে নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়। কোনো কোনো সড়ক হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া লোকজন।

Advertisement
spot_img

খোঁজ নিয়ে জানা গেছে, নগরের বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ ও রিয়াজউদ্দিন বাজার এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। নগরের নালাগুলো দিয়ে পানি না নামায় সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে।

রিয়াজউদ্দিন এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সাহেদ বলেন, মাত্র শুরু হলো বৃষ্টিপাত। এর মধ্যেই সড়কে হাঁটু পরিমাণ পানি ওঠে গেছে। টানা বৃষ্টিপাত হলে কী হবে আল্লাহ জানেন। পানির ওঠার কারণে দোকানগুলোতে কাস্টমার নেই। আমরাও কাজে বের হতে পারছি না।

এদিকে চট্টগ্রাম আবহাওয়া কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বৃষ্টিপাতের রেকর্ড প্রতি ৩ ঘণ্টা পরপর হিসেব করা হয়। সবশেষ দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

Advertisement
spot_img