সাংবাদিক নাদিম হত্যার বিচার নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

70

জামালপুরের বকশীগঞ্জে হত্যার শিকার সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের বিচার নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বকশীগঞ্জ সদর উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিষয়ে তিনি বলেন, দলীয় পরিচয়ের কারণে বিচার প্রভাবিত হবে না।

Advertisement
spot_img

শনিবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, হত্যার ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় না।

এরই মধ্যে মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৬ জনু) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার পঞ্চগড় থেকে তাকে আটক করা হয়েছে। একই দিনে দুপুরে বকশীগঞ্জ থানায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Advertisement
spot_img