আল্লাহর নাম নিয়েই সময় পার করছেন শাবানা

70

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়িকা শাবানা। অভিনয় জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হুট করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ২৩ বছর ধরে স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন এই কিংবদন্তি। তবে আজও কোটি কোটি বাঙালির হৃদয়ে লেখা রয়েছে তার নাম। কিংবদন্তী নায়িকাদের কেউ শাবানার মতো দর্শকদের বুকে আক্ষেপ রেখে বিদায় নিতে পারেননি।

Advertisement
spot_img

১৯৫২ সালের ১৫ জুন পৃথিবীর বুকে এসেছিলেন শাবানা। এরই মধ্যে জীবনের ৭০ বসন্ত পার করে ৭১-এ পা রেখেছেন এই কিংবদন্তি। বিশেষ দিনটিতে সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

এখন আর ঘটা করে নিজের জন্মদিন পালন করেন না শাবানা। এমনকি বিশেষ দিনটির কথা মনেও থাকে না তার। অনুরাগীদের ভালোবাসার বার্তাই তাকে জন্মদিনের কথা মনে করিয়ে দেয়। বিষয়টি তিনি বেশ উপভোগ করেন। খানিকটা সময়ের জন্য নস্টালজিক হয়ে পড়েন।

বর্তমান সময়ে বিশেষ দিনে শুভেচ্ছা জানানো কিংবা স্মৃতিচারণের মূল মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। তবে শাবানার কোনো ফেসবুক আইডি নেই। তাকে নিয়ে ফেসবুকে যেসব লেখালেখি হয়- সেসব ছেলে-মেয়ে, নাতি-নাতনির মাধ্যমেই জানতে পারেন তিনি। কে কী ভিডিও ক্লিপ আপলোড করেছে, সেসবও দেখেন এই কিংবদন্তি। সকলের নিঃস্বার্থ ভালোবাসায় পুরনো দিনগুলোতে ফিরে যান। খুশির স্মৃতিগুলো দোলা দেয় মনে, হন আবেগ-আপ্লুত। আনন্দে চোখের কোণে জল চলে আসে শাবানার।

এক সময় লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত সময় কেটেছে শাবানার। এখন আর তার সেই কর্মব্যস্ততা নেই। আপাতত পরিবারকে নিয়েই তার ব্যস্ততা। অবসর সময়ে আল্লাহর নাম নিয়েই পার করে দিচ্ছেন তিনি।

শাবানার বন্দনা শেষ হওয়ার নয়। মাত্র আট বছর বয়সে এহতেশাম পরিচালিত ‘নতুনসুর’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিষেক ঘটে তার। এরপর তালাশসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে দেখা গেছে তাকে। সহ-নায়িকা হিসেবে ‘বনবাসে রূপবান’ ও ‘ডাকবাবু’ সিনেমায় অভিনয় করেছেন। তখন তার পর্দা নাম ছিল রত্না। ১৯৬৭ সালে এহতেশাম পরিচালিত ‘চকোরী’তে নাদিমের নায়িকা হয়ে পর্দায় আসেন তিনি। এসময় রত্না থেকে হয়ে যান শাবানা। বাংলা ও উর্দু ভাষায় নির্মিত ‘চকোরী’ ব্যবসা সফল হয়। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

তিন দশকের ক্যারিয়ারে নায়ক রাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, নাদিম, জসীম, সোহেল রানাসহ সমসাময়িক নায়কদের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাবানা। ‘ভাতদে’, ‘রাঙা ভাবী’, ‘ছুটির ঘণ্টা’, ‘ওরা এগারো জন’, ‘লুটেরা’, ‘স্বামী কেন আসামি’, ‘চাঁপা ডাঙার বউ’-সহ তার উল্লেখযোগ্য সিনেমার তালিকা বেশ লম্বা। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

শাবানার সম-সাময়িক অভিনয় শিল্পীদের অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। সবশেষ চিত্রনায়ক ফারুক না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এখন শাবানার সুস্থ থাকাটাই তার অনুরাগীদের প্রত্যাশা।

Advertisement
spot_img