জামালখানে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করায় বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করার নির্দেশদাতা মহানগর বিএনপি’র সভাপতি ডা: শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি শেখ মহিউদ্দিন বাবু। বিবৃতিতে শেখ মহিউদ্দিন বাবু বলেন চিহ্নিত বিএনপি’র জ্বালাও পোড়াও গোষ্ঠী-ই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। তারা বঙ্গবন্ধু, সংবিধান, মুক্তি ও দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আঘাত মানে বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত। জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলে বাঙলি জাতির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা যাবে না। মুজিব এটি একটি আদর্শ ও চেতনা।