ফলোঅনের শঙ্কা মাথায় নিয়ে চা বিরতিতে গিয়েছিল আফগানিস্তান। বিরতির শেষে ৩ ওভার ব্যাট করে মাত্র ২ রান যোগ করতেই হারায় বাকি ২ উইকেটও। ১৪৬ রানে তারা গুটিয়ে গেলে বাংলাদেশ লিড পায় ২৩৬ রানের। তাতে ফলোঅনে পড়েছিল আফগানরা। কিন্তু সফরকারিদের ফলোঅন করায়নি বাংলাদেশ। ব্যাট করতে নেমেছেন টাইগারদের দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়।
সবুজ ঘাসের উইকেটে সকাল থেকেই পেসাররা ফায়দা নিয়েছেন। তবে বেলা যত গড়িয়েছে স্পিনারদের জন্যও সহায়ক হয়ে উঠেছে উইকেট। এবাদত হোসেন ও শরিফুল ইসলামের সঙ্গে মেহেদি হাসান মিরাজ আর তাইজুল ইসলাম পাল্লা দিয়েছেন। তাতেই ফলোঅনে পড়ে আফগানরা।
কিন্তু তাদেরকে ফলোঅন করায় স্বাগতিকরা। সিরিজের একমাত্র টেস্টের আজ মাত্র দ্বিতীয় দিন। উইকেটেরও চরিত্র বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। তাই চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নামার ঝুঁকি নেয়নি বাংলাদেশ।
২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। তবে লিড পেলেও আফসোস থেকে যাচ্ছে এবাদত হোসেনের। কারণ ৫ উইকেটের হাতছানি দিচ্ছিল তাকে। তবে শেষ পর্যন্ত সেটা পাননি তিনি। ৪ উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। এছাড়া শরিফুল, মিরাজ ও তাইজুল শিকার করেছেন দুটি করে উইকেট।