নতুন জুটি, এবার বিজয়-ম্রুনালের রোমান্স

56

নতুন জুটি বেঁধে এবার পর্দায় রোমান্স করতে আসছেন হালের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবারাকোন্ডা ও ম্রুনাল ঠাকুর। নাম চূড়ান্ত না হওয়া এ ছবিতে নারী প্রধান ভূমিকায় থাকছেন ম্রুনাল। এটি পরিচালনা করবেন পরিচালক পরশুরাম।

Advertisement
spot_img

নির্মাতা টুইটারে এর আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার কাস্ট ও কলাকুশলীরা। ছবিতে ‘লাইগার’ অভিনেতাকে একটি নতুন লুকে দেখা গেছে। এটি অভিনেতার ১৩তম ছবি আর অভিনেত্রীর তৃতীয় তেলেগু চলচ্চিত্র।

জানা গেছে, সিনেমাটির শুটিং খুব শিগগিরই শুরু হবে।

এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দাম’ চলচ্চিত্রে পরশুরামের পরিচালনায় কাজ করেছেন বিজয়। সিনেমাটি ছিল ব্লকবাস্টার এবং বিজয় দেবারাকোন্ডা ও রাশ্মিকা মান্দানার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি কাজ। রোমান্টিক কমেডি চলচ্চিত্রটিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন রাশ্মিকা মান্দানা। তবে নির্মাতারা স্পষ্ট করেছেন যে এটি গীতা গোবিন্দমের সিক্যুয়েল নয়, একটি নতুন স্ক্রিপ্ট।

অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে আদিত্য কাপুর রয়ের সঙ্গে ‘গুমরাহ’ চলচ্চিত্রে। সামনে বলিউড সহ দক্ষিণের একাধিক চলচ্চিত্র রয়েছে অভিনেত্রীর হাতে। অপরদিকে বিজয় দেবেরকোন্ডাকে পরবর্তীতে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সাথে রোমান্টিক চলচ্চিত্র ‘কুশি’তে দেখা যাবে। শিব নির্ভানা পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। এটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় ১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Advertisement
spot_img