নারায়ণগঞ্জের যুবলীগ নেতার হামলায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুর

84

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবলীগ নেতার নেতৃত্বে ছাত্রদল নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৮ জুন) রাতে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement
spot_img

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেঙ্গাকান্দী গ্রামের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে একই এলাকার ছাত্রদল নেতা ইউনুসের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই রোববার রাতে বারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবালের নেতৃত্বে জামাল, কামাল, জুয়েল, মুসা ও রুপ মিয়া ইউনুসের বাড়িতে হামলা চালায়।

ছাত্রদল নেতা ইউনুস অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তা করেছে বিএনপির স্থানীয় সভাপতি বিলাল হোসেন এবং যুবদল নেতা হারুন। তাদের সহযোগিতায় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে। এসময় ঘরে থাকা তার বোনের বিয়ের জন্য রাখা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, এক লাখ বিশ হাজার টাকা, কোরবানির গরুর মাংসসহ মূল্যবান মালামাল লুটে নেয়।

অভিযুক্ত যুবলীগ নেতা ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
spot_img