ডিসেম্বরে নির্বাচনই সবচেয়ে উপযুক্ত-মির্জা ফখরুল

73
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযুক্ত সময়।
শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের বরাবরই দাবি ছিল, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। জনগণের প্রত্যাশাও সেটাই ছিল। কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। যে সময় নির্ধারণ করা হয়েছে, সেটি সঠিক সময় নয়।”

Advertisement
spot_img

তিনি আরও বলেন, “রোজা, আবহাওয়া এবং পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচন আয়োজনের জন্য অনুপযুক্ত। চিন্তাভাবনা না করেই এই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।”

এর আগে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement
spot_img