
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত সংসদীয় প্রতিযোগিতা, নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৩শে মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজন যৌথভাবে করছে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নিলস) এবং লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ। অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. সাইফুল ইসলাম শান্তু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শামিম উদ্দিন খান এবং অধ্যাপক ড. কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. তানভীর এম হায়দার আরিফ, অধ্যাপক এ বি এম আবু নোমান এবং সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ। অনুষ্ঠানটির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াহ্ইয়া আখতার।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তানজিম মালিহা তাহা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইতমিনান মনির বাসিলিস এর সঞ্চালনায় সকাল ৯:৩০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াহ্ইয়া আখতার তার বক্তব্যে বলেন, এই কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ যা আমাদের ভবিষ্যৎ আইন প্রণেতাদের গড়ে তুলতে সহায়তা করবে।
প্রধান অতিথি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, আইন শুধু আদালতের জন্য নয়, প্রত্যেক নাগরিকের উচিত আইন ও দেশের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা জানা। তিনি আরও বলেন, যুবসমাজই দেশের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতার ঘনিষ্ঠ পর্যবেক্ষক এবং তারাই পারে জাতির প্রকৃত চাহিদা অনুযায়ী আইন গঠন করতে।
উক্ত আয়োজনের আহ্বায়ক রাব্বী তৌহিদ আল ইয়ামিম আফ্রিদি কে বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি চমৎকার উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আমরা গর্বিত এবং আমরা আশা করি যে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে।
















