ইংরেজি বর্ণমালা নিয়ে প্রশ্ন, উত্তর দিতে ব্যর্থ আলিয়া-কারিনা

105

বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে কারিনা কাপুর খান এবং আলিয়া ভাট অন্যতম। এই জুটি কাপুর পরিবারের অংশ এবং প্রায়শই একে অপরের সাথে তাদের বন্ধুত্বের জন্য খবরের শিরোনামে আসেন। সম্প্রতি তাদের পুরনো ভিডিও নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Advertisement
spot_img

ভিডিওতে দেখা যাচ্ছে, এক সাক্ষাৎকারে কারিনাকে প্রশ্ন করা হয়, ‘ইংরেজি বর্ণমালায় কয়টি ব্যঞ্জনবর্ণ আছে?’ উত্তরে তিনি কিছুটা বিভ্রান্ত ভঙ্গিতে বলেন, ‘আমি জানি না, মনে হয় নয় বা দশ।’

একই সাংবাদিক এরপর আলিয়াকেও একই প্রশ্ন করলে তিনিও সঠিক উত্তর দিতে পারেননি। কিছুক্ষণ ভেবে উত্তর দেন, তবে তা ঠিক ছিল না। আর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নানা প্রতিক্রিয়া সামনে আসে। অনেকে এই ঘটনাকে মজার বলে মনে করলেও কেউ কেউ খোলাখুলি সমালোচনা করেছেন।

 

Advertisement
spot_img