চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালন

280

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব দস্তগীর চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে।

Advertisement
spot_img

আজ সকাল ১১টায় নগর বিএনপির পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ, সদস্য সচিব জনাব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আহমেদুল আলম রাসেল; সদস্য ইসকান্দর মির্জা, মশিউর আলম স্বপন, জাফর আহমেদ, নুর উদ্দিন হোসেন নুরু, আশরাফুল ইসলাম; মরহুম দস্তগীর চৌধুরীর ছেলে ফয়সাল দস্তগীর; কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাদ আছর নগরের নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ের মসজিদে মরহুম দস্তগীর চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শওকত আজম খাজা, শাহ আলম, আহমেদুল আলম রাসেল, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, সদস্য আবুল হাশেম, জাহাঙ্গীর আলম দুলাল, এম এ হান্নান, খোরশেদ আলম, জাফর আহমেদ, এ কে খান, নুর উদ্দিন হোসেন নুরু, আবু মুসা, মোহাম্মদ ইউসুফ, জাসাস নেতা এম এ মুসা বাবলু প্রমুখ।

বক্তারা মরহুম দস্তগীর চৌধুরীর রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, মরহুম দস্তগীর চৌধুরী ছিলেন একজন আপোষহীন নেতা, যিনি গণতন্ত্র ও দেশের স্বার্থে আজীবন কাজ করে গেছেন। বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

Advertisement
spot_img