এখন থেকে টেলিফোন, এসএমএসে জারি হবে সমন-পরিবেশ উপদেষ্টা

112

বাংলাদেশের বিচারব্যবস্থাকে আধুনিকীকরণ করতে নতুন পদক্ষেপ হিসেবে এখন থেকে টেলিফোন, এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন জারি করা হবে। পাশাপাশি, মামলার রায়ের সঙ্গে এক্সিকিউশন (রায়ের বাস্তবায়ন) বিষয়ক নির্দেশনাও অন্তর্ভুক্ত করা হবে।

Advertisement
spot_img

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘বিচার কার্যক্রম অনেকাংশেই সেকেলে হয়ে গেছে। এই সমস্যা সমাধানে আমরা বিচার ব্যবস্থাকে আধুনিক করার উদ্যোগ নিয়েছি। এখন থেকে সমন জারি করা হবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে— টেলিফোন, এসএমএস বা অন্যান্য ডিভাইস ব্যবহার করে।’

এছাড়া, মামলার রায়ের সঙ্গে এক্সিকিউশন বিষয়ক নির্দেশনাও যুক্ত করা হবে, যার মাধ্যমে অতিরিক্ত সময় বা খরচ ব্যয় ছাড়াই দ্রুত রায় বাস্তবায়িত হবে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশে সাধারণত অনেক ক্ষেত্রে মামলার নিষ্পত্তি দীর্ঘ সময় নেয়। তবে, সিসিপি (সিভিল প্রসিডিওর কোড)-এর কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে এক প্রজন্মের মধ্যে মামলার নিষ্পত্তি সম্ভব হয়।’

Advertisement
spot_img