
তরুণ বিএনপি নেতা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান বলেন- ছাত্র-ছাত্রীরা ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিচ্ছবি। তাদের মেধা, শ্রম ও ত্যাগের উপরই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। সুতরাং তাদের পরিচর্যায় যে অভিভাবকরা নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, সেই মহান অভিভাবকদের এই তীব্র তাপ দাহে একটু স্বস্তি দিতে এবং দেশ গঠনে ৩১ দফার প্রয়োজনীয়তার বার্তা পৌঁছে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তিতে যেমন বাংলাদেশের মুক্তি অন্তর্নিহিত, তেমনি ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনে ৩১ দফা বাস্তবায়নে আসবে এদেশের সমৃদ্ধি। ৩১দফা স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি।
১৭ এপ্রিল , সকাল ১০ ঘটিকায় এসএসসি ও সমমানের পরীক্ষার ৩য় দিনে অংকুর সোসাইটি স্কুল কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অপেক্ষমান অভিভাবকদের জন্য গৃহীত নানান কর্মকান্ড পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
সাঈদ আল নোমান পর্যায়ক্রমে নাসিরাবাদ অংকুর সোসাইটি স্কুল, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, সিএমপি স্কুল এন্ড কলেজ, ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রে ছাউনি গুলো পরিদর্শন, কোমল পানীয় বিতরণ এবং অভিভাবকদের খোঁজ নেন।
উল্লেখ্য ১১ টি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের একটু স্বস্তি দিতে প্রথম দিন থেকে পরীক্ষাকেন্দ্রের সামনে তৈরি করেছিলেন ছাউনি, ব্যবস্থা করেছেন চেয়ার,কোমল পানীয় ও স্বেচ্ছাসেবক টিম।এসএসসি পরীক্ষার শুরুর দিন থেকে ধারাবাহিকভাবে মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছেন তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, শায়েস্তা চৌধুরী, গোলাম মনসুর, এস এম আজাদ, দাদান দড়ি সুরুজ, শহীদুল আলম খসরু, রেজাউল করিম মিন্টু, সায়মা হক, খাদিজা বেগম সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
















