১০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর জমিতে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিল আওয়ামীগের দোসর

102

চট্টগ্রামের হাটহাজারিতে দুবাই প্রবাসী মোহাম্মদ ওসমান গণীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে তার কেনা জমিতে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়ে দখল করে রেখেছে নাছির উদ্দীন নামের আওয়ামী লীগের এক দোসর। চাঁদাবাজ সন্ত্রাসী চক্রটির ভয়ে প্রবাস জীবনের কষ্টার্জিত টাকায় কেনা জাযগার ধারে-পাশেও ভিড়তে পারছেন না ভুক্তভোগী।

Advertisement
spot_img

আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরেরলেকডাইন রেস্তোরাঁয় প্রবাসী মো ওসমান গণী পক্ষে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ওসমান গণীর চাচাত ভাই মোহাম্মদ মনির।

সংবাদ সম্মেলনে বলা হয়, মো ওসমান গণী সারাজীবনের কষ্টার্জিত টাকা দিয়ে ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি খতিয়ান নম্বর ২৯০৭ মূলে হাটহাজারির ফতেপুর ইউনিয়নস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় শূন্য দশমিক ৩ একর জায়গা ক্রয় করেন। ওই জায়গায় মো ওসমান গণী ছাড়া কোন পক্ষ বা কেউ অংশীদার নেই। জায়গাটিতে মো ওসমান গণীর পরিবার তত্ত্ববধানে দীর্ঘ দিন ধরে নানা চাষাবাদ করে আসছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকার আমলে এলাকার চাঁদাবাজ মোহাম্মদ নাছির উদ্দীন প্রবাসী ওসমান গণীর কাছে চাঁদা দাবি করে আসছিল। তার পরিবারকে হত্যার ভয়ভীতি দেখানো হয়। তার অত্যাচারে ওসমানসহ এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। আল নাছের রিয়েল এস্টেট নাম ব্যবহার করে নিরীহ লোকজনের জায়গা দখল করে চাঁদা আদায় ও জায়গা তার কাছে বিক্রি করতে বাধ্য করতেন নাছির ও তার বাহিনী।

গতবছরের ৫ আগষ্ট ক্ষমতার পালাবদল হলে ভূমিদস্যু নাছির উদ্দীন গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। কয়েক মাস পর আত্মগোপন থেকে বের হয়ে বনে যান বিএনপি নেতা। অথচ বিএনপি’র সবাই তাকে ফ্যাসিস্টের দোসর হিসেবেই চেনে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি নাছির উদ্দীন মো ওসমান গণীকে বেশ কয়কবার ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। না দিলে দেশে আসতে পারবে না বলে হুমকি দেয়। মো ওসমান গণীকে বিমান বন্দর থেকে গায়েব করা হবে, স্ত্রী ও সন্তানদের হত্যার হুমকি দেয়। ওসমান গণী দীর্ঘ ৩৫ বছর যাবৎ পরিবার নিয়ে প্রবাসে রয়েছেন। এ সুযোগে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় গত কয়েকদিন আগে তার ফতেহপুরে ক্রয়কৃত জায়গায় আল নাছের রিয়েল এস্টেটের সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। এতে জায়গার মালিক নাছির উদ্দীন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওসমান গণী নাছির বাহিনীর ভয়ে দেশে আসতে সাহস পাচ্ছেন না। পরিবর্তিত পরিস্থিতিতেও সে রাজনৈতিক প্রভাব কাটিয়ে নানা অপরাধ করে যাচ্ছে। প্রশাসনও তার ব্যাপারে টু শব্দও করছে না।

এ ব্যাপারে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মতিউর রহমান, মো বাবু শেখ, মো সোহাগ, মো রফিক প্রমুখ।

Advertisement
spot_img