জেলা প্রশাসনের হাত ধরে চট্টগ্রাম ফাউন্ডেশনের যাত্রা

93

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘চট্টগ্রাম ফাউন্ডেশন’ এর গঠনতন্ত্র, কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

Advertisement
spot_img

সভায় আমন্ত্রিত সদস্যগণের সামনে চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠন ও কার্যাবলির উপর সভাপতির পক্ষে একটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো. সাদি উর রহিম জাদিদ।

মতামত তুলে ধরে বক্তব্য রাখেন— জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকতাগণ, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি ও রেড ক্রিসেন্টের সম্পাদক প্রমুখ।

উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ফাউন্ডেশনের কাজ চলমান রয়েছে। তার মধ্যে— যশোর ফাউন্ডেশন, কুমিল্লা ফাউন্ডেশন ইত্যাদি স্বনামধন্য সংগঠনগুলো জনস্বার্থে কাজ করে যাচ্ছে।

Advertisement
spot_img