মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে -বিভাগীয় কমিশনার

93

আজ আজ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সকাল ১১:০০ টায় চট্টগ্রাম জেলা প্রশাসন কর্র্তৃক গণহত্যা, ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
spot_img

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান । মুক্তিযুদ্ধের ইতিহাস কখনও ম্লান হবে না। মুক্তিযুদ্ধ আমাদের সাহস, বিশ^াস ও চেতনা। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।

বিভাগীয় কমিশনার আরো বলেন, ২৫শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করি। ওইদিন মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত ‘অপারেশন সার্চ লাইট’র নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্য চালিয়ে ছিলো।সে সময় সারা দেশের ন্যায় চট্টগ্রামেও গণহত্যা সংঘটিত হয়েছিল। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। এটা চট্টগ্রামের জন্য গর্বের।নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এখনে উপস্থিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে তারা সে ইতিহাস শুনেছে। এতে করে তারা পরবর্তী প্রজন্মের কাছে এ ইতিহাস ছড়িয়ে দিতে পারবে।

জেলা প্রশাসক ফরিদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুসহ মুক্তিযোদ্ধাবৃন্দরাগণহত্যা নিয়ে স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন।

Advertisement
spot_img