বাংলাদেশের ইতিহাসে প্রথম ওয়াইফাই দল আওয়ামী লীগ: জান্নাতুন নাঈম

69

অনলাইন আ্যক্টিভিস্ট ও লেখিকা জান্নাতুন নাঈম প্রীতি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আ্যকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম ওয়াইফাই দল আওয়ামী লীগ।
তিনি লিখেছেন, কিছুক্ষণ আগে ছাত্রলীগেরই ইনান সবাইকে রাজপথে নেমে আসার প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছে। প্রিয় ইনান, আমরা ইতিমধ্যেই জানি; বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ।

Advertisement
spot_img

নেত্রী, নেত্রীর পুত্র কন্যা আত্মীয়-স্বজন, গুরুত্বপূর্ণ মন্ত্রী সবাই বিদেশে বসে আছে। কিন্তু এরা প্রতিবার ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে আন্দোলনের ডাক দেয়। আবার সেই ডাক নিয়ে কথা বললে বলে দেশে আসেন। ভাই- কোন দেশে আসবো? কোন দেশের রাজপথে দাঁড়াব আগামীবার বলে দিয়েন।

প্রীতি বলেন, নাহলে দেখা যাবে আন্দোলন দিল্লিতে, আমি প্যারিসের রাস্তায় একা, ওইদিকে আপা যাদের রেখে পালায়ে গেছে তারা শাহবাগ থানার ভেতর।

মাঝখানে রবীন্দ্র সংগীত বাজতেছে- “অনেক কথা যাও বলি, কোনো কথা না বলি
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি।”

Advertisement
spot_img