চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই বিপ্লবকে স্মরণ করে আমাদের সংস্কার হতে হবে, সংশোধন হতে হবে। যেভাবেই বলি না কেনো আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে। রাজনীতি থেকে সকল নেতিবাচক ধারণা পরিহার করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই। বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে রাষ্ট্র কাঠামোর মেরামত ও সংস্কার প্রসঙ্গে ৩১ দফা প্রস্তাবনা পেশ করেছে। আগামীতে কোনো স্বৈরাচার সরকার যেন আর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে, সেজন্য এই ৩১ দফার বাস্তবায়ন অতীব জরুরি।
আজ ১৬ মার্চ (রবিবার) বিকালে রাষ্ট্র কাঠামো মেরামত বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক ২নং জালালাবাদ ওয়ার্ড কর্তৃক আয়োজিত কর্মশালা ও প্রতিনিধি সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, আমাদের মিশন ও ভিশনের মাধ্যমে জনগণের মন জয় করতে হবে। তাহলেই জনগণ আমাদের ভোট দেবে। ভোট দিলেই ক্ষমতায় বসতে পারবেন। যদি ক্ষমতায় আসতে পারি তবেই তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়ন করতে পারবো।
২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মো: বেলাল’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুন আলম’র পরিচালনায় বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য এস এম আবুল ফয়েজ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো: জাফর আহমদ সহ, চট্টগ্রাম মহানগর কৃষকদলের সংগ্রামী সদস্য সচিব ছাবের আহমদ টারজেন সহ প্রমুখ।