পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যান্ডের ‘এম এন্ড সি সাচি গ্রুপের’ পক্ষ থেকে রাউজানে শতাধিক পরিবাররের মাঝে খাদ্যসামগ্রী (ইফতার আইটেম) বিতরন করা হয়েছে। গতকাল ১৪ মার্চ শুক্রবার বেলা ১১টায় পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের অসহায় দরিদ্র ও নিম্ম আয়ের পরিবারগুলোর মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এ উপলক্ষে স্থানীয় তকি সিকদার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর আহবায়ক ও রাউজান উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু।
এম এন্ড সি সাচি গ্রুপের স্থানীয় নিয়োগ ব্যবস্থাপক সৈয়দ সহিদুল ইসলাম শাহেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এম এন্ড সি সাচি গ্রুপের নিয়োগ ব্যবস্থাপক মো. ইকরাম উদ্দীন, সোবহান রেজা, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, মোহাম্মদ মফিজ আহমেদ মেম্বার।
বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মামুন, শাহাদাত রাশেদ, মহিবুল ইসলাম শামীম, সিরাজুল ইসলাম,
মনিরুল ইসলাম, জয়নাল আবেদীন, লিমন,শওকত হাফেজ রুবেল, আজাদ, অজিম উদ্দীন
প্রমুখ।
এ সময় বক্তব্যে বলেন পবিত্র রমজান মাস সিয়াম পালনের মাধ্যমে আত্মশুদ্ধি লাভের মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্তএক বিশেষ নিয়ামত। এ মাসের প্রজিলত অন্যন্যা মাসের চেয়ে অনেক বেশী। এ মাসে আমরা যে কোন ভাল কাজের বিনিময়ের অসহায়, দরিদ্র ও নিম্ম আয়ের পরিবার গুলোর পার্শ্বে সহযোগিতার হাত বাড়ায় দিতে পারি।’
প্রচ্ছদ প্রেস বিজ্ঞপ্তি রাউজানে ইংল্যান্ডের এম এন্ড সি সাচি গ্রুপের শতাধিক পরিবাররে মাঝে খাদ্যসামগ্রী বিতরন