বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, যারা গণমানুষের রাজনৈতিক দল জাতীয়তাবাদী বিএনপির প্রতি নিঃস্বার্থভাবে আজীবন ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন তাদের প্রতি রাজনৈতিক সচেতন ব্যক্তিদের দায়বদ্ধতা রয়েছে। বিএনপির সকল নেতাকর্মীদের এ দায় নিতে হবে। তাদের অবদান ভূলে গেলে চলবেনা। যারা গণমানুষের অবদানকে অস্বীকার করে তারা একসময় মানুষের মন থেকে হারিয়ে যায়। মরহুম মনির আহমদ সমাজের আলোকিত ও জাতীয়তাবাদী চেতনার একজন মানুষ ছিলেন বলে উল্লেখ করেন মীর হেলাল। তিনি আজ মঙ্গলবার দক্ষিণ জেলা ছাত্রদলের অন্যতম নেতা ইসমাইল বিন মনিরের পিতা মরহুম মনির আহমদের নামাজে জনাযায় উপস্থিত হয়ে এসব কথা বলেন। মরহুমের নিজ বাড়ি আনোয়ারা ৩নং রায়পুর হাজী পাড়া মাঠে বাদে যোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, মরহুম মনির আহমদের মতো মানুষের ভালোবাসা ও সমর্থন ছিলো বলেই বিএনপি আজ দেশের অন্যতম শক্তিশালী ও বৃহত্তর রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী দুঃশাসনকালও তিনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন। এসময় মরহুম মনির আহমদের রুহের মাগফেরাত কামনা করেন লায়ন হেলাল। জাতীয়তাবাদী চেতনার অকুন্ঠ সমর্থক দেশপ্রেমিক ও সমাজের আলোকিত মানুষ ছিলেন মরহুম মনির আহমদ
উক্ত নামাজে জানাজায় আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপি’র আহবায়ক এস এম মামুন মিয়া, সদস্য সচিব হাজী ওসমান, আনোয়ারা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার রফিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, আলোয়ারা উপজেলা বিএনপি’ যুগ্ন আহবায়ক সরোয়ার হোসেন মাসুদ, সাতকানিয়া উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শেফায়ত উল্লাহ চক্ষু, চন্দনাইশ পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার উদ্দিন, লোহাগাডা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সোহেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আল মামুন সাদ্দাম, বোয়ালখালী উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান সুজন, জাগির হোসেন, এস এম মোজাম্মেল হক, রফিক ডিলার, মোস্তাক আহমদ, দিল মোহাম্মদ মনজু, লিয়াকত আলী, আবদুল হক মেম্বার, আবু ছালেহ, মো: ইদ্রীস, আবু ছাদেক, আকতারুজ্জামান, আবদুল মঈন চৌধুরী ছোটন, লুৎফর এনাম চৌধুরী টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মতিউর রহমান রাসেল, মো: ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, মামুন খান, যুবদল নেতা মো: ওসমান, কবির রানা, শোয়াইবুল ইসলাম, মো: হোসেন, মোশাররফ হোসেন সোহেল, বাবলু খান, মো: ছৈয়দ, আজম খান, আলফাজুর রহমান, আরিফ, মো: সাগর, স্বেচ্ছাসেবক দল নেতা মো: হাসান সাইফুদ্দীন দস্তগীর, শামসুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নুর শাহেদ খান, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন মিশু, রুবায়েত খান সিফাত, মোফাচ্ছল হোসেন জুয়েল, কলেজ ছাত্রদল নেতা বোরহান উদ্দিন, মো: তারেক শফিউল আলম চৌধুরী, মিনহাজ উদ্দীন রাকিব ও মাহিম।