ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় চবি ছাত্রদল

55

Advertisement
spot_img
মানববন্ধনে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‘শুধু মাগুরার সেই শিশু নয়, দেশের বিভিন্ন প্রান্তে নাম না জানা অনেক বোন ধর্ষিত হচ্ছে। মাগুরার ঘটনাটি মিডিয়ায় এসেছে, কিন্তু যাদের কথা মিডিয়ায় আসছে না, তাদের বিচার নীরবে-নিভৃতেই থেকে যাচ্ছে। গত ১৭ বছর ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সরকারকে সরাতে আমার বোনরা বড় ভূমিকা রেখেছে। আমি সারা বাংলাদেশের কথা বলছি না, শুধু চট্টগ্রামের নিউমার্কেটে ৪ ও ৫ আগস্ট আমার বোনেরা যে ভূমিকা রেখেছে, তাদের জন্য ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা কিছুই করতে পারিনি।’

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছি, সেই বাংলাদেশে আজ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করতে হচ্ছে। অতি শিগগিরই যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, প্রত্যেক আসামিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক।’

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘ধর্ষণের আইন সংস্কার করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যদণ্ড দিতে হবে। অতীতে দেশের সকল ধর্ষণের বিচার দ্রুত নিষ্পত্তি করতে হবে। ধর্ষণের পক্ষ নেওয়া আইনজীবীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। সরকারকে স্পষ্ট বলতে চাই, আপনারা যদি ধর্ষণ রোধ করতে না পারেন, তাহলে এ দেশের ছাত্র-জনতা জুলাইয়ের মতো ধর্ষণের বিচার নিজ হাতে তুলে নেবে।’

Advertisement
spot_img