রমজানে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলবে ‘অলআউট অ্যাকশন’-ডিবি প্রধান

76

রমজানে বিশেষ অভিযানের পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে অলআউট অ্যাকশনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement
spot_img

শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিবি পুলিশের পরিকল্পনা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস ভূমিকা পালন করছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ডিবি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে। এটা হবে বিশেষ গোয়েন্দা অভিযান। এই অভিযানে গোয়েন্দা পুলিশের সদস্যরা ছদ্মবেশে মানুষের মাঝে থেকে অপরাধীদের আটক করবে। রমজানে মানুষের কর্মযজ্ঞতা বাড়ে।

বিশেষ করে টাকার লেনদেন বেশি হয়। ব্যাংক ও বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের ভিড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় বাড়ে। এই সকল স্থানে কেউ যেনো নাশকতা ঘটাতে না পারে সে জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া দূরের যাত্রা পথে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটানো হয় সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমরা আগে থেকেই তথ্য প্রযুক্তি বাড়িয়েছে ডিবি।

আমাদের গোয়েন্দা তথ্য বলছে, যারা চুরি ডাকাতি ও ছিনতাই করছে। তাদের বেশিরভাগেরই বয়স ১৫ থেকে ২০ এর মধ্যে। তারা অনেকেই কিশোর গ্যাং এর সদস্য। এই অপরাধীদের ফ্যাসিস্ট রাজনৈতিক দল তাদের ইন্ধন দিয়ে অপরাধে জড়াতে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অলআউট অ্যাকশনে যাচ্ছি।

আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর তৎপরতা বাড়িয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনাবাহিনী। আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমরা আশা করছি আরও ভালো অবস্থা দেখতে পাবেন। ডিএমপিতে সাদা পোশাকে ডিবি পরিচয়ে কাউকে তুলে নেওয়া বা আটক করলে আমাদের জানাবেন। পাশাপাশি নাশকতার কোনো তথ্য থাকলে ডিবিকে সহযোগিতা করবেন। তথ্য দাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

Advertisement
spot_img