পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

74

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের রোজা।

Advertisement
spot_img

শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করেছেন একাধিক জেলার জেলা প্রশাসক।

পরে বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, “বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল রোববার থেকে রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।”

এছাড়া, আজ রাতে শুরু হবে প্রথম তারাবির নামাজ। রমজান মাসে সরকারি অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়ায় আজ থেকেই রোজা শুরু হয়েছে।

Advertisement
spot_img