নতুন ছাত্র সংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

84

সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। এ ছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন।

Advertisement
spot_img

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে এই ছাত্র সংগঠন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ এবং মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে আহ্বায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম ও মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।

সাবেক সমন্বয়করা জানিয়েছেন, নতুন ছাত্র সংগঠনের নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা। নতুন ছাত্রসংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। কোনো ‘মাদার পার্টির’ এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে।

এদিকে সংগঠনের নাম ঘোষণার আগেই “পদ-পদবি” নিয়ে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। এসময় মধুর ক্যান্টিনের ভেতরে-বাইরে দুই গ্রুপকে মুখোমুখি স্লোগান দিতে দেখা যায়।

বুধবার বেলা ৩টায় দল ঘোষণার জন্য সংবাদ সম্মেলনের কথা থাকলেও বেলা ৪টায় সংবাদ সম্মেলনের স্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও উত্তরার একদল শিক্ষার্থী ‘বৈষম্য মানি না’ বলে স্লোগান দেওয়া শুরু করে।

ঢাকার বাইরে অবস্থিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা বলেন, এখানে পদ-পদবি নিয়ে বিরোধ-মীমাংসা না হওয়ায় একটি দল ক্ষুব্ধ হয়ে স্লোগান দিচ্ছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ডাকসু ভবন থেকে বিক্ষোভ প্রদর্শন করতে করতে মধুর ক্যান্টিনে প্রবেশ করেন। এসময় তারা “শিক্ষা, ঐক্য, মুক্তি” এবং “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ” বলে স্লোগান দেন।

Advertisement
spot_img