ভালোবাসার মাসে বিয়ে করছেন পাকিস্তানি হার্টথ্রব কুবরা খান

42

ভক্তদের সুখবর দিলেন পাকিস্তানের হার্টথ্রব অভিনেত্রী কুবরা খান। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আর সেই ভালোবাসার মাসেই বিয়ে করছেন তিনি।

Advertisement
spot_img

কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল, শিগগিরই বিয়ে করছেন কুবরা। তবে বিষয়টি নিয়ে এত দিন ধরে চুপ ছিলেন এই তারকা। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি খোলাসা করেছেন কুবরা খান। তিনি বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে বিয়ে করছি।’

পাত্র অভিনেতা গহর রশিদ। কুবরা ও গহর একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এর মধ্যে ‘জান্নাত সে আগা’ ধারাবাহিকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

২০১৬ সালে ধারাবাহিকে অভিষেক ঘটে কুবরা খানের। তার আসল নাম রাবিয়া ইকবাল খান। তিনি কুবরা খান নামে পরিচিত। ধারাবাহিকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন তিনি। ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম পাঞ্জাবের মুলতানে।
বিজ্ঞাপন

Advertisement
spot_img