প্রযুক্তি-নির্ভর শিক্ষার মাধ্যমে সিবিইউএফটি আমাদের শিল্পখাতকে আরও সমৃদ্ধ করবে-মেয়র

53

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের উন্নয়নে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের জন্য একটি বিশাল সম্পদ। প্রতিষ্ঠার দুই বছরের মধ্যেই এটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, “শিক্ষা একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি। প্রযুক্তি-নির্ভর শিক্ষার মাধ্যমে সিবিইউএফটি আমাদের শিল্পখাতকে আরও সমৃদ্ধ করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই ধরনের উদ্যোগে সবসময় সমর্থন জানাই এবং ভবিষ্যতেও সিবিইউএফটি’র যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার করছি।”
মেয়র তার বক্তব্যে সিবিইউএফটি’র শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই আয়োজন আমাদের প্রমাণ করে যে, সিবিইউএফটি ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তি ও শিল্পশিক্ষায় একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করবে। আমি আশা করি, এই বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষাক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।

Advertisement
spot_img

এই উপলক্ষে মঙ্গলবার (২১ জানুয়ারি) সিবিইউএফটি ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অভিভাবকদের সাথে বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সিবিইউএফটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় অবস্থিত বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি ফারুক হাসান, চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী।
উপস্থিত ছিলেন সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আবদুস সালাম, এসএম আবু তৈয়ব, হেলাল উদ্দিন চৌধুরী, ফরহাদ আব্বাস, মোহাম্মদ ফেরদৌস, এমডিএম মহিউদ্দীন চৌধুরী, বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ- সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রাক্তন সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, সিবিইউএফটি’র ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্তী, বিজিএমইএ নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। দেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে বিজিএমইএ’র উদ্যোগে চট্টগ্রামে প্রতিষ্ঠিত প্রথম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিবিইউএফটি।

Advertisement
spot_img