তারুন্যের উৎসব উদযাপনে চট্টগ্রাম পিআইডির মত বিনিময় সভা

26

তারুন্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের উদ্যোগে নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ মিলনায়তনে এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই প্রতিপাদ্যের আলোকে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
spot_img

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিস চট্টগ্রামের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর, কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম, ইংরেজি বিভাগের প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান, তরুনদের পক্ষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আহমেদ নুর জয় ও দুলাল চাকমা বক্তৃতা করেন।

স্বাগত বক্তৃতায় চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী আগামীর বাংলাদেশ নিয়ে তরুনদের ভাবনা ও করণীয় বিষয় তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম পিআইডির তথ্য অফিসার জি এম সাইফুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দেশ ও পৃথিবী বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে। তিনি বলেন, পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের কেউ ধনাঢ্য পরিবারের সন্তান কিংবা খুব বেশি মেধাবী ছিলেন-তা নয়। সফল ব্যক্তিরা আপনা আপনি বা তৈরি কিছু পান নাই। তারা তৈরি করে নিয়েছেন। তাদের সফলতার মূল কারণ হচ্ছে তারা সঠিক সময়ে নিজেদেরকেপ্রস্তুত করতে সক্ষম হয়েছে। ছাত্র জীবনতরুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসময় জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। সোস্যাল মিডিয়াসহ অনুৎপাদনশীল কাজ থেকে নিজেকে যথাসম্ভব দুরে রেখে সমাজের ইতিবাচক কাজে তরুনদের আরো অংশ গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের চালিকা শক্তি। জুলাই অভ্যুত্থানে তা প্রমাণিত হয়েছে। সুতরাং বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে হলে তরুনদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

সভাপতির বক্তৃতায় উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্বে দিতে তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। সময় এসেছে তরুণদের জ্ঞান ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের। কাজেই তরুণদেরকে সমাজের বাতিঘর হিসেবে কাজ করতে হবে।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের শহিদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

Advertisement
spot_img