বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন-বক্কর

63

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে। আমরা সাধুবাদ জানাই। তবে সব সংস্কার এ সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। এ জন্য দরকার নির্বাচিত সরকার। আর বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কী কী সংস্কার করা হবে সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রণয়ন করেছেন। সংস্কারটি করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে। আমি বলব, সবাই ৩১ দফা সম্পর্কে জানুন। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

Advertisement
spot_img

তিনি শুক্রবার (১৭ জানুয়ারী) বিকা‌লে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমা‌নের নি‌র্দেশনায় আমিন কলোনির শান্তিনগর এ ওয়ান প্রপার্টিজ মা‌ঠে ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড় বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মা‌ঝে কম্বল বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কল্যাণে রাজনীতি করেছেন। তার আদর্শ ধারণ করে বিএনপি জনগণের সুখ দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করছে। দীর্ঘদিন বিরোধী দলে থেকেও আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীত, বন্যা, করোনাসহ সব সময় জনগণের পাশে থেকেছি।

আমিন সাংগঠনিক ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে ও যুবদল নেতা হুমায়ুন কবিরের পরিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন মহানগর বিএন‌পির সাবেক যুগ্ম সম্পাদক এসকান্দর মির্জা ও মনজুর আলম মনজু, সা‌বেক সহ প্রকাশনা সম্পাদক আবদুল হাই, আ‌মিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সভাপ‌তি এড. এফ এ সে‌লিম। উপস্থিত ছি‌লেন বিএনপি নেতা মো. মাসুদ, তাজুল ইসলাম তাজু, জামাল উদ্দিন, আবদুল শুক্কুর, মো. সেলিম, মো. বাবুল বাবু, আব্দুল করিম, মো. রু‌বেল, মো. সালাউদ্দিন, আনোয়ার হোসেন, মো. আলম, মো. সোহেল, মো. রাব্বি, মো. শান্ত, মো. বাবুল, বছির উদ্দিন প্রমূখ।

 

Advertisement
spot_img