জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ আয়োজিত ‘প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা-২৪’ বুধবার (১৬ জানুয়ারি, ২০২৫) চবি মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে উদ্বোধন করা হয়।
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার কর্মশালার প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। প্রকাশনাটি জুলাই বিপ্লবের শহিদদের প্রতি উৎসর্গ করে ‘অনিবার্য ২৪’ নামে নামকরণ করা হয়। উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতি হচ্ছে মানবিক গুণাবলির মূল কেন্দ্র। সাহিত্য-সংস্কৃতি যারা চর্চা করে, তারা কখনো সহিংসতার পথ বেছে নেয় না।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আবৃত্তি সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. তানভীর মুহাম্মদ হায়দার আরিফ। তিনি প্রমিত উচ্চারণে কথা বলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবৃত্তি সংসদের উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাম্মেল হক এবং চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ও চবিআসের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি চবি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহ আলম। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
তৃতীয় অধিবেশনে প্রধান আলোচক বিশিষ্ট কবি, গীতিকার ও আবৃত্তি প্রশিক্ষক চৌধুরী গোলাম মাওলা অত্যন্ত প্রাণবন্ত আলোচনা উপস্থাপন করেন। তিনি ‘আবৃত্তির টুকিটাকি ও বাচনিক নন্দন’ বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি জুলাইয়ের বিপ্লবের রক্তাক্ত দিনগুলোর স্মৃতিরোমন্থন করে বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ (চবিসাস)-এর সভাপতি মোহাম্মদ আজহার। তিনি শিক্ষার্থীদের আবৃত্তি ও সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে কর্মশালার দিকনির্দেশনামূলক ও স্বাগত বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানের সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মোঃ শাহাদাত হুসাইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চবিআসের সাধারণ সম্পাদক আদিল হাসান।