ব্যারিষ্টার মীর হেলালের নির্দেশে জিয়াউর রহমান খনন কৃত মিঠাছড়া খাল খননের উদ্বোধন

53

হাটহাজারী উপজেলার মিঠাছড়া খালের একাংশের পুন.খননের উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা এলাকার এগার মাইল এলাকায় পুন.খনন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।
স্থানীয় জলাবদ্ধতাও নিরসনের জন্য খালটি পুনঃখনন ও সংস্কারের দাবীতে গত ৩০ ডিসেম্বর সোমবার পৌরসভার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন খালটি পূণঃখনন ও প্রয়োজনীয় সংস্কার করার দাবি জানিয়েছিলেন।

Advertisement
spot_img

হাটহাজারী পৌরসভার দক্ষিণ সীমানায় মিঠা ছড়া খালটি আতি পরিছিত।হাটহাজারী এলাকার কৃষি কাজের সুবিধার্থে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে মৃত প্রায় এই গুরুত্বপূর্ণ ছড়াটি, খাল খনন কর্মসূচির আওতায় এগারো মাইল এলাকার মিঠাছড়া খালের খনন করেন।শহীদ রাস্ট্রপতির জিয়ার খননকৃত খালটি দীর্ঘ ৪৫ বছরে আর পুন খনন করা হয়নি।

তৎকালীন প্রশাসনের পক্ষ থেকে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক খাল খনন কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানের কথা হাটহাজারীতে প্রচার হলে এগার মাইল নামক স্থানে লোকে লোকারণ্য রুপ নেয় । উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবুন্দ, প্রশাসনের উর্ধতম কর্মকর্তার উপস্থিততে খাল খনন এলাকা এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়।

দীর্ঘদিন ছড়াটি পুনঃ খননের অভাবে অনেকাংশে স্হানীয় প্রভাবশালী কর্তৃক অবৈধ দখল হয়ে গেছে। ১০০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্র কর্তৃপক্ষ ছড়া ভরাট করে তাদের সুবিধার্তে ছড়ার উপর পাইপ ব্যবহার করেছেন। একদিকে ভরাট, অন্যদিকে দখল এবং বিদ্যুতকেন্দ্রের সংকীর্ণতার কারণে উজান থেকে নেমে আসা পানি বাধাগ্রস্থ হচ্ছে। এর ফলে বর্ষাকালে পানি ছড়া দিয়ে প্রবাহিত হতে না পেরে পৌরসভা এবং ফতেপুর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই ছড়ার উৎপত্তিস্থল থেকে পুনঃ খনন শুরু করা জরুরী বলে জানান স্থানীয়রা। উজানের পানি নামলে পৌরসভা এবং ফতেপুর ইউনিয়নের হাজার হাজার কৃষক উপকৃত হবে।

শুস্ক মৌসুমে ছড়া সংলগ্ন দুই পাশের কৃষি জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছিল। তাছাড়া বর্ষা মৌসুমে প্রবল বর্ষনে সৃষ্ট পাহাড়ি ঢলের পানি দ্রুত নিষ্কাশন হতে না পেরে ছড়ার দুই পাশের বেড়ি বাঁধ ভেঙে কৃষি জমির ফসল নস্ট হয়ে যাচ্ছিল। বর্ষা মৌসুমে পর্যাপ্ত পাহাড়ি ঢলের পানি নিস্কাষনের ব্যবস্হা না থাকায় ঢলের পানি ঢুকে জমির ফসল নস্ট হয়ে যেত।

কৃষিজীবিদের এই দূর্দশার কথা দীর্ঘদিন যাবদ দায়িত্বশীল বিভিন্ন সংস্হাকে অবহিত করা হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান এই ছড়ার পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, আপাতত পৌরসভার অংশ পৌরসভার ফান্ড থেকে। বাকি অংশ উপজেলা পরিষদ প্রয়োজনে জেলা থেকে সহযোগিতা নেয়া হবে। তিনি বলেন, ছড়াটি যেমন সকলের কাজে আসবে তেমনি সকলকে সহযোগিতা করতে হবে। বৃহত্তর স্বার্থে প্রশাসন এবং সাধারণ মানুষ এক হয়ে কাজ করলে সফলতা অবশ্যই আসবে। খাল পুনঃখনন কাজের উদ্বোধনের সময় উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, পৌর সভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খান, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক চট্টগ্রাম উত্তর জেলা সদস্য মোহাম্মদ জাকের হোসেন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো.অহিদুল আলম, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর,আবদুল মন্নান দৌলত সহ প্রশাসনের কর্মকর্তা ও স্হানীয় গন্যমান্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement
spot_img