চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, শুধুমাত্র এককভাবে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার গণতন্ত্রকে ধংস করেছে। ১৯৭৫ পরবর্তীতে দেশের সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজপথে আপসহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে দেশবাসীকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে আমরা লড়াই করেছি। জনগণকে সাথে নিয়ে আমরা ফ্যাসিস্ট, খুনী হাসিনার পতন ঘটিয়েছি। আমাদের সকল ত্যাগ-তিতিক্ষা ও লড়াই-সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল মানুষের ভোটাধিকার সহ গণতন্ত্রকে পুন:রুদ্ধার করা। সামগ্রিকভাবে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিএনপি’র বলিষ্ঠ ভূমিকা জনগণ কর্তৃক সবসময় সমাদৃত। তাই বিএনপির হাতেই দেশ ও জনগণ নিরাপদ। আগামী দিনেও জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করে তাদের সকল অধিকার ফিরিয়ে দিবে।
তিনি আরোও বলেন, আওয়ামীলীগ এদেশকে ধ্বংস করে দিয়ে গেছে, এখন জনগণকে সাথে নিয়ে আমরা নিজ মাতৃভূমিকে মেরামত করবো। রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, তা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় একটি সুসংহত ও সময়োপযোগী নীতিমালা। এই প্রস্তাবনায় গণতন্ত্রের বর্তমান সংকট নিরসন এবং আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে। এটি কেবল সমস্যাগুলোর সমাধানই নয়, বরং একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনাও বটে। গণতন্ত্রকে সুসংহত করতে এবং দেশের সার্বিক অগ্রগতিতে ৩১দফা কার্যকর ভূমিকা রাখবে। তাই নেতাকর্মীদের ৩১দফা জনগণের কাছে যেতে হবে, তাদের বুঝাতে হবে।
১২ জানুয়ারী (রবিবার) সন্ধ্যায় দেশনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বোয়ালখালী ১০নং আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোলাইমান তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বশর চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন ভূইয়া, ইঞ্জি. ইকবাল হোসেন, মো. শাহালম, আবু ছিদ্দিক, বিশ্বজিৎ দত্ত বাবু, ইকবাল হোসেন মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, বাহাউদ্দিন ফারুক মুন্না, সাজ্জাদ হোসেন সাদ্দাম, মহিদুল আলম জিকু, জোবায়ের হোসেন রায়হান,ইসমাঈল হোসেন, গোলাম হোসেন নান্নু, রেজাউল করিম সাদ্দাম, কামাল হোসেন রকি, জোনায়েদ তাহরিম, হাসিবুল শান্ত প্রমুখ।
ক্যাপশন: বোয়ালখালী আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু সুফিয়ান।