কিশোর গ্যাং পুনর্বাসনের চেষ্টা করলে দাঁতভাঙা জবাব-মানববন্ধনে রাসেল পন্থীদের হুঁশিয়ারি

48

মুখ্য সংগঠক হান্নান মাসউদ এবং নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদকে জিম্মি করে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার  বিকেলে (১১ জানুয়ারি)  চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমন্বয়করা অভিযোগ করেন সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমানের প্রশ্রয়ে ‘ডট গ্যাং’ এমন হামলা চালিয়েছে।

Advertisement
spot_img

এ সময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ বিশেষভাবে সুযোগ সুবিধা নিতে কিশোর গ্যাংয়ের চিহ্নিত সন্ত্রাসীদের পুর্নবাসন করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে ঢাল হিসেবে ব্যবহার করে কিশোর গ্যাংয়ের কেউ যদি ‘ঘুরঘুর করে, চাঁদাবাজি করে, ইভটিজিং করে’ তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীরা ‘ডট গ্যাং’কে ছাত্রলীগের কিশোর গ্রুপ দাবি করে এই গ্যাং সদস্যদের গ্রেফতারের দাবি জানান। ডট গ্যাংয়ের সাদিক আরমানকে ব্যবহার করে রাফি এবং রিজাউর চট্টগ্রাম জুড়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে অভিযোগ করে তাদেরকে এই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান শিক্ষার্থীরা।

এসময় সমন্বয়করা বলেন, ‘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত, আহতসহ পুরো আন্দোলনের সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরে আন্তর্জাতিক মানের ডকুমেন্টারি তৈরির কাজ করছে চট্টগ্রামের একটি প্রডাকশন হাউজ। ওই প্রতিষ্ঠানে ডুকে মুখ্য সংগঠক হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে রাখে ‘ডট গ্যাং ‘ এর সদস্যরা। এসময় ওই প্রতিষ্ঠানের বেশ কিছু যন্ত্রপাতি ভাংচুর করা হয়। যারা গণ অভ্যুত্থানকে মুচে দিতে চায় এটাই তাদেরই কাজ।  ‘

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, সাইফুর রুদ্র, সিয়াম ইলাহী, মিনহাজ রহমান,  নিলা আফরোজসহ অন্য সমন্বয়করা মানববন্ধনে বক্তব্য রাখেন।

মানববন্ধনে নারী সমন্বয়করা অভিযোগ করেন,  ডট গ্যাং দিয়ে নারী যোদ্ধাদের সাইবার বুলিংয়ের শিকার করা হচ্ছে। আন্দোলনে অংশ নেয়া নারী যোদ্ধাদের নানাভাবে হয়রানি করছে গ্রুপটি। আর এর জন্য রাফি ও রিজাউরকে অভিযুক্ত করেন নারী শিক্ষার্থীরা। এসময় তারাও রাফি ও রিজাউরকে ডট গ্যাংয়ের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানান।

এরআগে শনিবার (১২ জানুয়ারি) জুলাই ঘোষণাপত্রের প্রচারণায় আসেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। নগরের ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ শেষে নগরের ওয়াসা মোড়ের একটি ভবনের পাঁচতলায় যান মাসউদ-রাসেলসহ অন্যান্যরা। সেখানে তারা একটি সভা করেন। সেখানেই আরেক সমন্বয়ক রিজাউর ও অন্যান্যরা মাসউদ-রাসেলকে অবরুদ্ধ করে হামলা করেন বলে অভিযোগ উঠে। পরে এ নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব সমন্বয়ক রাসেলের সংবাদ সম্মেলন চলাকালে রাফি-রিজাউর উপস্থিত হলে আবারো হট্টগোল হাতাহাতির ঘটনা ঘটে।

 

Advertisement
spot_img