জন্মদিনের পরই ‘জানের জান’ নিয়ে হাজির আঁখি আলমগীর

85

নতুন গান ‘জানের জান’ নিয়ে হাজির হচ্ছেন আঁখি আলমগীর। বৃহস্পতিবার রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তার এ গান, লিখেছেন জামাল হোসেন।

Advertisement
spot_img

আঁখি আলমগীর বলেছেন, রোমান্টিক রিদমিক ঘরানার একটি গান। পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।

তিনি বলেন, পুনম মিত্র চমৎকার সুর ও সংগীত করেছেন। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা দারুণ হয়েছে। সৈকত রেজার নির্দেশনায় গানের ভিডিওতে মডেল হিসেবে অলংকার চৌধুরী ও শিশির সরদার ভালো করেছে।

এদিন ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে ‘জানের জান’ গানের প্রকাশনা অনুষ্ঠান। এতে উপস্থিত থেকে কথা বলবেন আঁখি আলমগীরসহ গানের গীতিকার, সুরকার, মিউজিক ভিডিও’র মডেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ‘জানের জান’ গান।

গত ৭ জানুয়ারি ছিল সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। পরিবারের সঙ্গে ঘরোয়াভাবেই তিনি পালন করেছেন বিশেষ এই দিনতি। তার জন্মদিনের পরই নিয়ে এলেন নতুন গান।

Advertisement
spot_img