দাঁড়ি নিয়ে কটুক্তি ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাদের কঠোর আন্দোলনের হুমকি

91

দুই মহান মুক্তিযোদ্ধাকে নিয়ে বিষাদগার ও সাদা দাঁড়ি নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর বিরুদ্ধে। যেটাকে চরম ধর্মীয় অনুভুতিতে আঘাত মনে করছেন বীর মুক্তিযোদ্ধারা। অববলম্বে তার বক্তব্য প্রত্যাহাররকরানা হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

Advertisement
spot_img

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফটিকছড়ির মুক্তিযোদ্ধারা এ হুমকি দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ আবুল বশর মাস্টার বলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী গত ৩০ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা জনাব মাস্টার মাহবুবুল আলম চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা বজল আহমদকে নিয়ে চরম বিষোদগার ও কটূক্তি করেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের সাদা দাঁড়ি নিয়েও কটূক্তি করার ধৃষ্টতা দেখিয়েছেন যা ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত।

তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর ২০২৪ ইংরেজি জনাব জহির আজম পাইন্দং ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন করেন। সেখানে ইউনিয়ন বিএনপির আহবায়কসহ বিএনপি নেতাদেরও দাওয়াত দেয়া হয়নি। সম্মেলনের নামে জহির আজম এরকটি পকেট কমিটি গঠন করেন। রএই পকেট কমিটির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করায় জহির আজম একটি পাল্টা সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুল আলম চৌধুরী ওবীর মুক্তিযোদ্ধা জনাব বজল আহমদসহ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে চরম কটুক্তি করেন। যার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। তার এ কটুক্তি দেশের সকল মুক্তিযোদ্ধাদের অপমান করার সামিল।

তিনি আরো বলেন, আমরা অবিলম্বে তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। একই সাথে জহির আজমের প্রতি আহবান জানাই তিনি যেন অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে মুক্তিযোদ্ধাদের নিকট ক্ষমা প্রার্থনা করেন। অন্যথায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন, সমাবেশ, অনশনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মো. কামাল, মুহাম্মদ নজরুল ইসলাম চৌ, ফজল আহমদ, মুন্সি মিয়া, মোহাম্মদ হারুণ, এজাহার মিয়া, মোহাম্মদ শফি, আব্দুল হামিদ, মো. সোলাইমান, আমিনুল হক, আবুল কালাম প্রমুখ।

Advertisement
spot_img