ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, চট্টগ্রাম ডিভিশনের কমিটির গঠন করা হয়েছে।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু।
উপদেষ্টা করা হয়েছে নাফিজ ইকবাল খান, আফতাব আহাম্মেদ,নাজিম উদ্দীন,ফজলে আহসান খান,আবদুল আহাদ রিপন, ফজলে বারি খান,নুরুল আবেদীন নোবেল,শহিদুর রহমান,আজম ইকবাল,মাহাবুবুল করিম,রেজাউল রাজিব,মাসুম উল্লাহ,আরিফ আহম্মদ, রায়হান আরাফাত,রাহাদ হাসান,মিরাজুল হক।
কমিটির সভাপতি তামিম ইকবাল খান,সহ সভাপতি আবুল হাসেম রাজা,ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান,সাজ্জাদুল হক রিপন,ইমরুল করিম,মনিরুজ্জামান, সাদিকুর রহমান,রনি চৌধুরী, ইফরান হোসেন,সাব্বির হোসেন।
সাধারণ সম্পাদনা মনোনীত হয়েছেন ইরফান শুক্কুর।যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার সাজ্জাদ রনি,সাংগঠনিক সম্পাদক কাজী কামরুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক তম্ময় দিপ্ত,কোষাধ্যক্ষ পারভেজ হোসেন ইমন,শাহাদাত হোসেন দিপু,মিডিয়া ম্যানেজার ইনজামামউল হক,শামস বাপ্পা,অফিস সহায়ক সাব্বির নাজিম,সহকারী অফিস সহায়ক মোহাম্মদ রুবেল সাংস্কৃতিক ক্রীড়া সম্পাদক রতন দাশ,সহ সাংস্কৃতিক ক্রীড়া সম্পাদক আসাদুর রহমান মুনতাসির কার্যকরি কমিটি সকল সক্রিয় ঢাকা লীগ প্লেয়ার।