দীপিকা কত টাকার মালিক

34

ভারতের শীর্ষ নায়িকাদের একজন দীপিকা পাড়ুকোন। তার সম্পদের পারিমাণ জানতে ভীষণ কৌতূহলী অনুরাগীরা। বর্তমানে ৫০০ কোটি রুপির মালিক দীপিকা। প্রতি সিনেমার জন্য ৩০ কোটি রুপি নিয়ে থাকেন তিনি।

Advertisement
spot_img

হিসাব বলছে, প্রতি মাসে দীপিকার আয় ৩ কোটি রুপি। মুম্বাইয়ের ওরলিতে পাঁচ কামরার একটি ফ্ল্যাট রয়েছে দীপিকা-রণবীর সিংয়ের, যেটির দাম ৪০ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকারও বেশি। মাঝেমধ্যেই ছুটি কাটাতে আলিবাগে ছুটে যান তারা, সেখানেও এই দম্পতির একটি বাংলো রয়েছে। সেই বাংলোর দাম ২২ কোটি টাকা। এ ছাড়াও ২০১৩ সালে মুম্বাইয়ের প্রভাদেবীতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা। পরে স্বামী রণবীর সিংহের সঙ্গে মিলে বান্দ্রাতে শাহরুখের বাড়ির কাছেই আরও একটি বাড়ি কিনেছেন দীপিকা। ১১ হাজার ২৬৬ বর্গফুটের সেই বাড়ির দাম ১১৯ কোটি রুপি। দীপিকা এ ছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন।

অভিনয়ের পাশাপাশি একাধিক বিদেশি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও আয় করেন এ নায়িকা। বর্তমানে তার নিজস্ব পোশাক ও ত্বক পরিচর্যার ব্র্যান্ডও রয়েছে। এ থেকে তিনি প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আয় করে থাকেন।

২০০৭ সালে বলিউডে যাত্রা শুরু করেন দীপিকা। ‘ওম শান্তি ওম’ সিনেমায় শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন এ নায়িকা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

Advertisement
spot_img