ওসি নেজামের বিরুদ্ধে মামলা করতে পাঁচলাইশ থানার সামনে ভুক্তভোগীদের ভিড়

80

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় সোমবার দুপুরে জনতার রোষের মুখে পড়েছেন কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। পাঁচলাইশ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ জনতা ধরে তাকে কলার ধরে টেনেহিঁচড়ে করে পরনের শার্ট ছিঁড়ে ফেলে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে পাঁচলাইশ থানার সামনে জড়ো  হতে থাকেন ছাত্র-জনতা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। থানার সামনে হয় বিক্ষোভ মিছিলও।

Advertisement
spot_img

ওসি নেজাম ছাত্র-জনতার হাতে আটক হওয়া ও পরে পুলিশ হেফাজতে নেয়ার খবর ছড়িয়ে পড়লে সোমবার বিকাল থেকে ভুক্তভোগী লোকজন পাঁচলাইশ থানায় জড়ো হতে থাকেন। রাত পর্যন্ত থানায় এসে অনেকে মামলা করার প্রস্তুতির কথা জানান। যদিও পুলিশ কমিশনারের অনুমতি ছাড়া মামলা নিতে অস্বীকৃতি জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সন্ধ্যায় পাঁচলাইশ থানায় মামলা করতে আসা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক মাসুম বলেন, ওসি নেজাম কোতোয়ালীতে থাকা অবস্থায় আমাকে অনেক হয়রানি করেছে। আমি সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচনে অংশ নেয়াতে তিনি নিয়মিত আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছেন। আমাকে বাড়িতে থাকতে দেয়নি। তার অত্যাচারে আমাকে এলাকা ছাড়া হতে হয়েছে। ওসি নেজামকে আটকের খবর শুনে আমি মামলা করতে এসেছিলাম। কিন্তু থানার ওসি মামলা নেয়নি, ওনি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করতে বলেছেন।আরো শতাধিক লোক এখানে মামলা করতে এসেছেন, সবাইকে পিরিয়ে দিয়েছেন।

ওসি নেজামের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানির অভিযোগ সবচেয়ে বেশি। তাছাড়া কেউ কেউ চাঁদাবাজিরও অভিযোগ তুলছেন।

থানায় মামলা করতে আসা মোরশেদুল আলম বলেন, ওসি নেজাম কোতোয়ালীতে থাকা অবস্থায় আমাকে নির্যাতন করেছে। আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমি মামলা করতে এসেছিলাম। কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে। বিক্ষুব্ধরা থানা প্রাঙ্গণ ছেড়ে চলে গিয়েছেন। পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দীন দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেজাম উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন।

Advertisement
spot_img