পাঁচলাইশে ছাত্র জনতার রোষের মুখে ‘ওসি’ নেজাম

84

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন ছাত্র জনতার রোষের মুখে পড়েছেন। তাঁকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। এ সময় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন তারা।

Advertisement
spot_img

সোমবার দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। ঘটনা মাত্র ঘটলো। পরে বিস্তারিত জানানো যাবে।নেজাম উদ্দিন কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Advertisement
spot_img