সাবেক ভূমিমন্ত্রীর ব্যাবসায়িক পার্টনার পটিয়ার সুমন গ্রেপ্তার

93

দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছেন বিতর্কিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যাবসায়িক পার্টনার ও ১৩০০ কোটি টাকা দুর্নীতি মামলার আসামি চট্টগ্রামের পটিয়ার সাইফুল ইসলাম সুমন।

Advertisement
spot_img

রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যাবসায়িক পার্টনার তরুণ শিল্পপতি সাইফুল ইসলাম সুমন।

বিষয়টি আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি তাসলিমা আকতার।

ওসি তাসলিমা বলেন, চট্টগ্রামের পটিয়ার সাইফুল ইসলাম সুমন নামের এক ব্যবসায়ী রবিবার মধ্যরাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেন। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে।

এদিকে সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা তদন্তাধীন। এ ছাড়া চট্টগ্রামে ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতা, পুলিশের ওপর হামলা এবং হাটহাজারীতে হত্যা মামলাসহ আরো তিনটি মামলার আসামি তিনি।

Advertisement
spot_img