ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

13

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement
spot_img

রোববার অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে এই মামলা দুটি করেন।

আসামি শেখ ফজলে নূর তাপস, সাবেক সদস্য ঢাকা-১২ ও ঢাকা-১০ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন। এই সম্পদ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। তার এই সম্পত্তি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

তাপস ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ (তিয়াতর কোটি উনিশ লাখ সাতষট্টি হাজার সাইত্রিশ) টাকা মূল্যের সম্পদের অবৈধ মালিক হয়েছেন। এসব সম্পদ তিনি অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগদখলে রেখে এবং তার নামীয় ২৭টি ব্যাংক হিসাবে লেনদেন করেছেন।

Advertisement
spot_img