সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক অদ্য ০৬.০১.২৫ (রবিবার) পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিআরটিএ কর্তৃক প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে পেশাদার চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের সম্মানিত পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মোঃ মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) কীর্তিমান চাকমা, বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল-২-এর উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বিআরটিসি ট্রাক ডিপো, বায়েজিদ, চট্টগ্রাম-এর ম্যানেজার (অপারেশন) জনাব মো: কামরুজ্জামান, বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল-২-এর মোটরযান পরিদর্শক জনাব পলাশ খীসা ও জনাব মেহেদী হাসান এবং সহকারি মোটরযান পরিদর্শক জনাব আবু নাঈম।
কর্মশালায় শীতকালে কুয়াশায় গাড়ি চালানোর বিষয়েও আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট বিতরন করা হয়।
লিফলেটে কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর জন্য মোটরযান চালক ও মালিকগণকে নিম্নবর্ণিত নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হয় :
১. কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন নিয়ন্ত্রণ উপযোগী ধীর গতিতে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তায় গাড়ি চালাতে হবে।
২. কুয়াশাচ্ছন্ন অবস্থায় হেড লাইট “লো-বিম বা ডিপার” জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। “হাই-বিম বা আপার” কুয়াশাকে আরো বেশি ঘন করে বিধায় “হাই-বিম বা আপার” জ্বালিয়ে গাড়ি চালানো যাবে না।
৩. লেন পরিবর্তন/ওভারটেকিং করা যাবে না। যেসব স্থানে দৃষ্টি যায় না বা বাঁক নেয়ার আগে দেখা যায় না, সে সব স্থানে দরকার হলে বিপদ এড়ানোর জন্য হর্ন বাজাতে হবে।
৪. ঘন কুয়াশার কারণে একেবারেই দেখা না গেলে বা দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছে গেলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রাখতে হবে।
প্রশিক্ষণ শেষে উপপরিচালক(ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী জানান, পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের তিনশত টাকা সম্মানী এবং দুপুরের খাবার বিতরন করা হয়।
আজকের প্রশিক্ষণে সর্বমোট ৩৩৫ জন পেশাদার গাড়ি চালক প্রশিক্ষণ গ্রহণ করেন।